সকাল বেলা সূর্য হাসে
এলো মেলো বহে বাতাস।
পাখপাখালির কলতানে
মুখরিত সারা আকাশ।


স্নিগ্ধ ভোরের শিশির কণায়
ঝলক তোলে সোনার রবি।
লুকোচুরি করে আভায়
কী অপরূপ ধরার ছবি!


গাছগাছালি ভরে উঠে
নানা রকম ফুলে ফলে।
প্রজাপতি ডানা মেলে
পুষ্প বাগে উড়ে চলে।


কৃষাণ ছুটে মাঠের পানে
সূর্যি মামা উঠার আগে।
শরৎ এলো বসুন্ধরায়
ফুলের গন্ধ ছড়ায় বাগে।


রূপের রাণী দেশটা আমার
ছয় ঋতুতেই সাজে জানি।
শীতল হাওয়ায় শান্ত করে
সকল লোকের হৃদয় খানি।