কাজের বেলায় নেইতো কিছু
আছে শুধু সাজে।
দেশের সেবার নামটি ধরে
ব্যস্ত খারাপ কাজে।


টিভির পর্দায় লম্বা ভাষণ
মিষ্টি মধুর বুলি।
রাতের বেলা মুখোশ খুলে
বুকে চালায় গুলি।


খ্যাতির জন্য রাস্তায় নেমে
ঝাড়ু নিয়ে হাতে।
সেলফি তুলে প্রচার করে
লাভ কি আছে তাতে?


ছলে বলে লোভ দেখিয়ে
ধাঁধা চক্রে ফেলে,
জনগণকে নিয়ে তারা
আজব খেলা খেলে।


আজকের যুগে এমন নেতা
আছে সকল দেশে।
কাজের চেয়ে প্রচার বেশি
থাকে সাধুর বেশে।