আমি খুঁজছি এক স্বাধীন দেশ,
খুঁজতে গিয়ে পেয়েছি আজ এমন এক দেশ--
যার চারদিকে রয়েছে কাঁটাতারের বেষ্টনী;
যেথায় রয়েছে জাত পাতের রাজনীতি;
মন্দির মসজিদ নিয়ে চলছে খেলা;
চলছে শাসনের নামে শোষণ।
আমি খুঁজছি এক স্বাধীন দেশ,
খুঁজতে গিয়ে আজ পেয়েছি এমন এক দেশ--
যার সবদিক প্রাচীরে ঘেরা;
যেথায় অন্যায়ের প্রতিবাদ করতে মানা;
সত্য কথা বলতে মানা;
সত্য পথে চলতে মানা;
সমালোচনা করতে মানা;
জালিমের বিচার চাইতে মানা।
আমি খুঁজছি এক স্বাধীন দেশ,
যার ঠিকানা আজও অজানা।