আকাশ-বাতাস মুখরিত আজ,
বাজিছে শুধু শারদীয়া গান।
তোমার আগমনের প্রতিক্ষার
আজি হবে অবসান।
শিশির ভেজা প্রভাতে, সোনালী রোদে
এ স্নিগ্ধ চাঁদের আলোয়।
নবীন সাজে সাজার ইচ্ছা
সবার মনে জাগ্রত হয়।
শরত হাওয়ায় আজ
গাছ-পালা কাপে দুরু দুরু;
চারিদিকে সাজো সাজো রব
শারদীয়া শুরু।
উৎসবের ঢেউ লেগেছে আজ,
জেগে উঠেছে প্রাণ।
নানা ফুল ফোটে বনে
দুর্গা মাকে করে যে প্রণাম।
আজ হবে সকল ক্লান্তির অবসান,
পাব এক নব জীবনের আহ্বান।
সকলে আজ এক হয়ে
গেয়ে যাব মোরা মহামিলনের জয়গান।