শিক্ষাই জাতির মেরুদণ্ড
সর্বলোকে বলে।
সমাজে আজ বাড়ছে গতি
শিক্ষা দীক্ষার ফলে।


শিক্ষাই মোদের গড়ে তোলে
সঠিক মানুষ করে।
অনেক কিছু শিখতে পারি
গুরুর হাতটি ধরে।


শিক্ষা থাকলে এই জীবনে
খুঁজে পাবো তীর।
সঠিক শিক্ষা পেলে মোরা
হবো অনেক বীর।


ধরার মাঝে ছিলেন যারা
রথী মহারথী।
খুলে দেখো তাদের আখ্যান
শিক্ষায় ছিলেন ব্রতী।


শিক্ষা হল জীবন মাঝে
খুব প্রয়োজন ভাই।
শিক্ষা ছাড়া এই জগতে
বাঁচার উপায় নাই।


এসো আজি সবাই মিলে
হাতটি ধরো সবার।
শিক্ষা দীক্ষায় মানুষ হয়ে
দেশটি গড়ো এবার।