পোশাক দেখে যায়না চেনা
খারাপ কিংবা ভালো।
রঙিন সাজের আড়ালে তার
চরিত্রটা কালো।


মুখোশধারী এমন মানুষ
অনেক আছে ধরায়।
সাধু বেশে জ্ঞানী সেজে
কুকর্মে সে জড়ায়।


মুচকি হেসে মিষ্টি কথায়
গড়ে তারা খন্দ।
অসৎ এরা সমাজ মাঝে
সবার চেয়ে মন্দ।


এমন করে মুখোশ পরে
ক'দিন পাবে ছাড়া।
সবই একদিন প্রকাশ পাবে
বিপদ আসবে খাড়া।


স্বভাব ধারা সুন্দর রেখে
চলো যদি ভবে।
সফল হবে তখন তুমি
শ্রদ্ধা করবে সবে।