আমি হলাম শ্রমজীবী
ব্যস্ত থাকি কাজে।
ঘাম ঝরায়ে কর্ম করি
সকাল দুপুর সাঁঝে।


রোদ বৃষ্টি হেলা করে
কাজেই থাকি লেগে।
মাঠের পানে ছুটে চলি
খুব সকালে জেগে।


তবু আমার হয়না কভু
ভালো খাওয়া পরা।
বাজার মাঝে সব জিনিসের
মূল্য অনেক চড়া।


প্রতি দিনে চারশো টাকা
মাসে বারো হাজার।
ছেলে মেয়ের ফীজটা দিলে
হবে কি আর বাজার?


উন্নয়ন হয়, সমাজ বদলে
বদলে দেশের রূপ।
আমি শ্রমিক তেমনি আছি
দুখের মাঝে খুব।