যে বয়সে ছেলে-মেয়েরা লেখা পড়া করবে।
সে বয়সে নামে যুদ্ধে জীবনখানা গড়বে।
কারখানায় কাজ করে শিশু শ্রমিক যারা।
শ্রমের তুল্য মজুরি যে পায়না কভু ওরা।
মোটরের নীচে কর্ম করে গায়ে মাখে কালি
কঠোর শ্রমে ক্লান্ত ওরা ভাগ্যকে দেয় গালি।
রাস্তা-ঘাটে দেখতে পাই হাতুড়ি নিয়ে হাতে
শক্ত পাথর ভাঙছে শিশু মা-বাবার সাথে।
ইটের ভাটায় কাজ করে শিশুরার দল।
কঠিন পরিশ্রমে ওরা পায়না গায়ে বল।
সকল কর্মে শিশুর হাত এই নব্য যুগে।
তাইতো শিশুরা আজ কত শত রোগে ভোগে।
যেথায়-সেথায় কাজ করে দেহ ভিজে ঘামে।
এই দেশের শিশু আইন শুধু মাত্র নামে।
রাস্ত ঘাটে এসব দেখলে মনে লাগে ব্যথা
কত শিশু ভুলেই গেছে বিদ্যালয়ের কথা।
সভা-সমিতি হয় কত শিশু শ্রমের পরে
এসব শুধু সীমাবদ্ধ মিডিয়ার খবরে।
শিল্প গুলা চলছে আজ শিশুদের-ই শ্রমে।
আইনের প্রয়োগ নেই, এসব বাড়ছে ক্রমে।