শৈশবকালের স্মৃতিগুলি
আজও আছে মনে।
ঝড়ের সময় ফল কুড়াতে
যেতাম বন্ধুর সনে।


সবাই মিলে একই সাথে
ঘুরতাম পুরো পাড়া।
কার গাছেতে কী পেকেছে
খবর রাখতাম সারা।


দিনটা তখন কেটে যেতো
ঘোরা ঘুরি করে।
নানা রকম ফলমূলেতে
পেটটা যেতো ভরে।


খেলাধুলা করতাম তখন
পাড়ার সবাই মিলে।
মাঝে মাঝে মৎস্য ধরতে
যেতাম পাশের বিলে।


শৈশবের ঐ বন্ধু গুলো
নেইতো আজকে পাশে।
তাদের কথা মনে পড়লে
দু'চোখে জল আসে।