সমাজটা আজ  বাঁকা বিষাদ অন্তরে,
জগতটা যেন ঘেরা  নিবিড়  আঁধারে।
মানুষের   হাহাকার   সকল  প্রান্তরে,
অসহায়  নর  আজ  ভুবন   মাঝারে।
শ্রমিক   চলছে   হেঁটে  ওজন‌ গর্দানে,
শোষণ  নীতির কাছে মানুষ  রজ্জুতে।
পথ শিশু  পথে  ঘুরে আহার  সন্ধানে,
হৃদয়ের  মনস্তাপে  বিলাপ  অশ্রুতে।


ভুবন বিপদ ঘোরে কালিমা প্রকাশে,
যৌবন সুখে বিভোর, নেশায় তরুণ।
সবুজ  পৃথিবী আজ বড়ই  ফেকাসে
জগতের  রূপ   তাই   খুবই   করুণ।
আসনে পাষাণ  নেতা করছে  শোষণ,
সব  যেন  আজ  নব্য   যুগের   ভূষণ।