অজস্র মানুষ কাঁদে ক্ষুধার জ্বালায়
"দাও দাও'' বলে তারা চিৎকার করে।
ধনীরা কত খাবার ফেলে ঐ রাস্তায়
তবু দেয়না দু'মুঠো দরিদ্রের তরে।
অনেকের ঘর নেই, ফুটপাতে বাঁচে।
কারো ইমারতে ঝুলে বড় বড় তালা,
থাকার মানুষ নেই, খালি পড়ে আছে।
সুশীল ধরার পরে এ কেমন জ্বালা?


বড় বিচিত্র এ বিশ্ব, বিচিত্র সমাজ,
কেউ বলেনা কিছু, সবাই নির্বাক।
ভণ্ডরাই পরে আছে সাধুতার সাজ।
বিশ্বের করুণ হাল, আমি হতবাক।


বিচিত্র ধরার সব কিছুতে বিস্ময়।
যাহা চাই ঠিক যেন তার উল্টো হয়।