জীবনের গোধূলি বেলায়,
হে মরণ, তুমি আসিবে দুয়ারে-
আসিবে মেহমান হয়ে,
অচেনা অতিথির বেশে,
দুয়ারে এসে যখন করিবে আহ্বান,
সাড়া দিব তোমার ডাকে না করে প্রত্যাখান।
জীবনের প্রদীপ নিবে যাবে, ডুবে যাবে তরি
এ সংসার, এ কর্মক্ষেত্র, গাড়ি-বাড়ী,
মা-বাবা, স্ত্রী, কন্যা, সকলই ছাড়ি;
হয়ে যাব আমি পরকালের যাত্রী।
একাই চলে যাব স্বর্গের পথে,
স্বজন-সুজন কেউ থাকবেনা সাথে।
মরণ, তুমিই দিতে পারো আমায় পরকালের সুখ,
তুমিই দেখিয়ে দিতে পারো স্বর্গের মুখ।
মরণ, তুমি অবধারিত, তুমি চিরসত্য;
তোমায় কেন করিব ভয়?
তুমি যে স্বর্গের প্রবেশদ্বার-
এটাই তোমার আসল পরিচয়।