নীল আকাশে উড়ছে ঐ
সাদা মেঘের ভেলা।
প্রবল বেগে বইছে বায়ু
লুকোচুরির খেলা।


হঠাৎ করে আঁধার নামে
বৃষ্টি পড়ে খুব।
আলো-আঁধার চলছে খেলা
রবি দিচ্ছে ডুব।


আকাশ কালো দেখলে পরে
ভ্যাপসা লাগে সবি।
মেঘের আড়ে লুকিয়ে থেকে
মুচকি হাসে রবি।


একটু পরে ওঠে আতপ
হাসে শুভ্র বেলা।
নদীর পাড়ে গাছের ডালে
বসে পাখির মেলা।


বাগের মাঝে হরেক ফুল
শিউলি বেলি কাশ।
শরতের এ রূপটি আজ
মনে জাগায় আশ।