শ্রমিক যারা নিত্য দিনে
বোঝা টেনে মরে।
ধনী লোকে ছলে বলে
কার্য হাসিল করে।


স্বার্থ উদ্ধার করতে ধনী
করে কত ফন্দি।
লোভ দেখিয়ে কল কৌশলে
করে তারা সন্ধি।


দৈন্যের দায়ে শ্রমিক দলে
নিত্য খেটে যায়।
ওদের শ্রমের ফসল গুলো
ধনী লোকে পায়।


বিত্তশালীর সুখের জন্য
খেটে চলে দিনরাত।
দিনের শেষে তবু তারা
পায়না পাতে ডাল-ভাত।


এমন ভাবে আর কত দিন
কষ্ট করবে তারা?
ওদের কষ্ট বুঝবে কেমনে
টাকার কুমির যারা?


এসো আজি মে দিবসে
জেগে উঠি ভাই।
ন্যায্য পাওনা প্রদান করি
সমতার গান গাই।