হে মিছে সংসার, তুমি আবার!
এই বেলা অবেলায়, সকাল সন্ধ্যায়,
কেন এস আমার ভাবনায়,
কেন এস আমার হৃদয় মাঝার?

তুমি বারে বারে এসে কাজের ফাঁকে
কেন কর আমায় বিরক্ত?
কবিতা লিখিতে যখন মন করি শক্ত
তুমি কেনে এসে পড় কলমের বাঁকে?

কত আশায় মত্ত হয়ে তোমার ছলনায়
তোমার রঙে ঢঙে ভালোবেসে,
বরণ করেছিলাম হেসে হেসে।
আজ বুঝেছি এসব ছিল তোমার মিথ্যে অভিনয়।

তুমি দূর হও, হে সংসার যাও বহু দূরে,
দূর হও আমার ভাবনা থেকে,
সরে যাও আমার কলমের ডগা থেকে;
তুমি থেকোনা আর আমার অন্তর পুরে।