আমি ভালোবাসি,
অনেক অনেক ভালোবাসি,
শত ভুলে ভরা, অজস্র লাভের অঙ্কে ঘেরা,
এই ভুল গ্রহটিকে।
এর কোথাও তুষারপাত,
কোথাও অভব্য মরুপথ,
কোথাও ঘন নিবিড় বন,
কোথাও আবার গ্রামের সবুজ আভা।
এই গ্রহে ধনীরা হয়ে উঠছে আরো ধনী,
গরীব দিন দিন গরীবতর হচ্ছে,
মানবতা নিপাতিত মানবের হাতে,
অহরহ লেগে আছে নাগরিক কোলাহল।
তবু আমি ভালোবাসি,
এই শত ভুলে ভরা ভুল গ্রহটিকে।
এর সূর্যোদয়, এরই সূর্যাস্ত,
এর আকাশ, বাতাস, সুজলা সুফলা মাঠ,
জ্যোৎস্না ভরা উজ্জ্বল রাত,
সবুজ পাহাড় আর আঁকা বাঁকা নদী,
এসব এক অদ্ভুত মায়াটানে বেঁধেছে আমায়;
তাই আমি ভালোবাসি,
হ্যাঁ আমি অনেক ভালোবাসি,
এই শত শত ভুলে ভরা, ভুল গ্রহটিকে।