লুকিয়োনা চাঁদ থেকো সারা রাত
ছড়ায়ে নিজের আলো।
তোমার পরশে অতীব হরষে
ঘুচুক ধরার কালো।


মেঘ যাও দূরে যাও নিজ পুরে
ঢেকো না চন্দ্রকলা।
গেয়ে যাও পাখি কিচিমিচি ডাকি
উঁচু করে তব গলা।


জোনাকিরা জ্বালো মিঠিমিঠি আলো
এই ধরণীর পরে।
তারা জাগো আজ ঝলমলে সাজ
দেখব নয়ন ভরে।


এ নিশুতি রাতে তোদেরই সাথে
কথা আছে রাশিরাশি।
একাকী রজনী তোরাই সজনী
তোদের যে ভালোবাসি।