আমি চাই
মোঃ জাকির হোসেন জয়


অনিয়ম আর স্বজনপ্রীতি বন্ধ করো ভাই,
কি করলে একাডেমির সুনাম বৃদ্ধি পাবে তাই করতে চাই।
বোবা আমি নইকো বন্ধু কথার সিন্ধু মনে,
স্বীয় স্বার্থ ত্যাগীয়া এই মন সবার দুঃখের কথা বলতে জানে।


দাবি আমার নেইকো বেশি- একটা কথাই বলতে চাই,
নতুন ভবন গড়ে উঠুক, কর্মচারীরা পাক মাথা গোঁজার ঠাই।
আরো একটা কথা আছে- পুরাতন যতো বাসা আছে ভাই,
ফিক্সড ভাড়া নির্ধারণে সবার তরে কাজ করতে চাই।
পদোন্নতিসহ কর্মচারীর কল্যাণে যতো সভা আছে ভাই,
দ্রুততার সাথে করা হোক- এ জোর দাবি জানাই।


বঞ্চনার যতো কথা আছে কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চাই,
হারি-জিতি, সুখে-দুঃখে সবার পাশে থাকতে আমি চাই।
********************************
রচনাকাল: ২০/০৯/২০২১ খ্রিস্টাব্দ,
০৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ,
চাঁনপুর, সদর, কুমিল্লা।