তোমায় ফিরে পাবার কোন পথ নেই খোলা,
তবু্ও কেন তোমার নামে এ হৃদয়ে লাগে দোলা।
নীলাঞ্জনা আর বুঝি এই জীবনে দেখা হবে না,
মুখোমুখি বসা হবে না আর কেউ কারো জন্যে অপেক্ষাও করবো না।


ছেঁড়া ছেঁড়া  মেঘের মতোন টুকরো টুকরো স্মৃতিগুলো জমে অবশেষে,
তোমার প্রতিচ্ছবি ভেসে ওঠে আমার মনের আকাশে।
একদা বেসেছি ভালো আপনার চেয়ে অধিক যারে,
নিষ্ঠুর এই পৃথিবীতে বেঁচে আছি কেমন করে ছেড়ে তারে।


বুক ফেটে যায় আমার প্রিয়া হারাবার বেদনায়,
কী ভীষণ যাতনা কাউকে বোঝানো যায় না বিরহী মন কতো অসহায় কতো দুঃখ-কষ্টময় ।
বলো খোদা, তোমার লীলা প্রাণ কেমনে সয়,
প্রিয়া হারা হয়ে মানুষ এই পৃথিবীতে বেঁচে কেমনে রয়।


মাধবী, তোমায় নিয়ে হৃদয় মাঝে যতো স্বপ্ন বুনেছি- তা উড়িয়ে দিলাম হাওয়ায়,
কী এমন ক্ষতি হবে পৃথিবীর আমার চলে যাওয়ায়।
বিদায় পৃথিবী, বিদায় বন্ধু, বিদায় প্রিয়, বিদায়,
ভুল যদি করে থাকি ক্ষমা করে দিও আমায়।


********
রচনাকালঃ ১৭/০৮/২০২০খ্রিঃ, কুমিল্লা।