মাধবী…
চলে গেছো বহু দূরে আমায় ছেড়ে,
ফিরে এসো প্রিয় মম হৃদয় নীড়ে।


হৃদয় উজাড় করে ভালবেসে দিয়েছিলাম মন ও প্রাণ,
চলে যাওয়াটাই কী ছিল তোমার ভালবাসার প্রতিদান?
সব ছেড়ে তোমায় যখন করেছিলাম আপন,
তুমি ছাড়া আজ তাই লক্ষ্যহীন এই জীবন।


কত্তো ভালবেসেছি প্রিয় বুঝলে না আমায়,
কী করে ভুলে যাব মাধবী তোমায়?
এখনো আঁখি জলে গভীর রাতে ভাসে আমার বুক,
হারিয়ে গেছে জীবন থেকে সকল রকম সুখ।


হেরে গেছে আমার ভালবাসা, প্রবাসীর টাকার কাছে;
প্রেমিক আমি ভালবাসা ছাড়া আমার কী বা আছে!
কতো বসন্ত কাটিয়ে দিলাম তোমায় ছাড়া,
আজো ভাবি, এই জীবনে আর কী পাবো তোমার দেখা!!


***********************
রচনাকাল: ২০/০৬/২০২০, বার্ড, কোটবাড়ী, কুমিল্লা।