কত কাল খুঁজেছি তোমায়!
তারায় তারায় আকাশের নীলিমায়।
খুঁজেছি তোমায়-
গহীন অরণ্যে লাল টুকটুকে কৃষ্ণচূড়ায়।


খুঁজেছি তোমায়-
চাঁদের মাঝে রুপালী জোস্নায়।
খুঁজেছি তোমায়-
বেলাভূমিতে পড়ন্ত বেলায়।


খুঁজেছি তোমায়-
পুষ্পোদ্যানে ফুল ও পাতায় পাতায়।
খুঁজেছি তোমায়-
সিন্ধুর তীরে মুক্তো দানায়।


খুঁজেছি তোমায়-
ঝমঝম শব্দে বৃষ্টির ফোটায়।
খুঁজেছি তোমায়-
ঝরঝর ঝর্ণা ধারায়।


খুঁজেছি তোমায়-
শীতে ভোরের কুয়াশায়।
খুঁজেছি তোমায়-
বর্ষার কদম কেয়ায়।


খুঁজেছি তোমায়-
শরতে সাদা মেঘের ভেলায়।
খুঁজেছি তোমায়-
বসন্তে ফুলের মেলায়।


খুঁজেছি তোমায়-
জনতার ভিড়ে হুডতোলা রিক্সায়।
খুঁজেছি তোমায়-
সবুজে ঘেরা রূপবান মুড়ায়।


খুঁজেছি তোমায়-
আসিফের গানে বিরহ ব্যথায়।
খুঁজেছি তোমায়-
আমার পুরোনো কবিতার খাতায়।


খুঁজে খুঁজে আজ ক্লান্ত আমি,
কোথায় গেলে দেখা দেবে তুমি?
ব্যাকুল হয়ে হৃদয় মাঝে পুষিত আশা,
কবে জানাবো তোমায় আমার ভালবাসা?


******
হাউজিং এস্টেট, কুমিল্লা।
রচনাকালঃ২৮/১২/২০০৭ খ্রি.
সংশোধিতঃ ৩০/০৭/২০২০খ্রি.