ধরার মাঝে অপরূপ সাজে আছে যে একটি দেশ,
সে আমারই জন্মভূমি সোনার বাংলাদেশ।


এখানে মোরা সকল ধর্মের সবাই মিলেমিশে থাকি,
দেশের সম্মান সমুন্নত রাখতে জান বাজি রাখি।
গ্রাম প্রধান সবুজ শ্যামল দেশটিকে আমি মায়ের মতোই ভালোবাসি,
হৃদয় দিয়ে অনুভব করি তাঁর প্রতিটি ধূলিকণা আর জলরাশি।


এখানে রয়েছে পাহাড় চূড়া নদী শত শত,
বন-বনানী আর ফসলের মাঠ আছে দেখার মত।
কী নিরাপদ মাগো তোমার সবুজ আঁচল,
আশীর্বাদে তুমি দিয়েছো মোদের মাঠ ভরা সোনালী ফসল।


শেষ বিকেলে সাদা বক উড়ে চলে আপন ঠিকানায়,
সন্ধ্যা নামে, চাঁদ ওঠে, হাসনাহেনা ফোটে বাগিচায়।
আহা! কী শান্তি মাগো তোমার শীতল জলে,
সকল দু:খ ভুলে যাই আমি মাথা রেখে তোমার কোলে।


কতো ভালোবাসি মাতৃভূমি তোমায়,
শেষ বিদায়ে দিয়ো গো মা একটু ঠাঁই আমায়।
***********************
১৫/০৬/২০২০, বার্ড, কোটবাড়ী, কুমিল্লা।