বাহ মাধবী! কী সুন্দর তোমার অভিনয়,
তোমার পিছে ঘুরে ঘুরে সময় হলো যে অপচয়।
হৃদয় দিয়ে গভীরভাবে ভালবাসতে শেখালে আমায়,
বলো কি করে ভুলে যাবো এই জীবনে তোমায়?


নিত্য নতুন তোমার মতো আর স্বপ্ন দেখিনা,
তোমায় ছাড়া বসুন্ধরায় এ জীবনের অর্থ বুঝিনা।
তুমি এখন অন্যের বুকে হয়তো আছো অনেক সুখে,
তোমায় ছাড়া দিবস-রজনী কাটে মোর মনের দু:খে।


তোমায় নিয়ে স্বপ্নের নীড় বাঁধার ছিল যে আশা,
কে জানতো বলো- ‘তোমার মিথ্যে ভালোবাসা’।
ভালো আছিস সুখে থাকিস এই তো কামনা,
তোমার মিথ্যে ভালোবাসায় আর কষ্ট পেতে চাইনা।


****************
রচনাকাল: ২৯/১০/২০১৯, কুমিল্লা।