চারিদিকে বইছে শুধু নির্বাচনী হাওয়া,
পান-সিগারেট, চা-পুরি ইচ্ছে মতো খাওয়া।
ভোটারের কাছে নেতাদের এখন ঘনঘন যাওয়া,
কত কৌশলে ইনিয়ে বিনিয়ে ভোট ভিক্ষা চাওয়া।


নির্বাচিত হলে নেতা কাজ করিও জনগণের কল্যাণে,
প্রতিশ্রুতি গুলো থাকে যেন তোমার সর্বদা মনে।
টাকা কিংবা ভালবাসার বিনিময়ে হয় নির্বাচনী খেলা,
বিজয়ী যদি হতে চাও কাউকে করিও না অবহেলা।


দুর করে সকল দুর্গতি চাও যদি সমাজের উন্নতি,
আবেগী নয়, সম্মান জানাও বিবেকী নেতার প্রতি।
সুযোগ নিয়ে টাকা খেয়ে কারো কথায় ভোট দিও না ভাই,
সময় এসেছে নীতিহীন নেতাদের বয়কট করা চাই।


দেশে এখন পুকুর চুরি হর হামেশাই হয়,
যোগ্য নেতা বেচে নিতে রেখ না মনে কোন সংশয়।
সুখে দুঃখে জন সেবায় পাশে যে জন রয়,
নিশ্চিন্তে নির্ভয়ে ভোট দাও তাকে, হোক তারই জয়।
********************************
রচনাকাল: ২০/১০/২০২০খ্রিঃ
৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। কুমিল্লা।