আমার শূন্যতা নিয়ে আমি থাকতে চাই একা,
পূর্ণতা নিয়ে থেকো তুমি চাইনা আর কভু হোক দেখা।
নিজেকে উজাড় করে দিয়েও পাইনি তোমার মন,
তবুও সুখে থেকো প্রিয় নিয়ে তোমার আপন জন।


কতোটা বিশ্বাস করে ভালোবেসে নিজেকে করেছি সমর্পন,
ভালোবাসার অভিনয় করেছ তুমি দাওনি তোমার মন।
তব হৃদয়ে আমার তরে ভালোবাসা যদি নাই বা থাকে,
অলিক স্বপ্ন কেন দেখিয়ে ছিলে বলো আমাকে।


আজ তোমার জীবন গল্প শুনে একটুও অবাক হই না আমি,
কারণ, আমায় সত্যি সত্যি একটুও ভালোবাসনি তুমি।
বাসলে ভালো পারতে কী নিজেকে অন্যের হাতে তুলে দিতে,
শত অপরাধ ক্ষমা করেও বুকে জড়িয়ে আমায় নিতে।


***********************************
রচনাকাল: ১৫/১০/২০২১ খ্রিস্টাব্দ,
৩০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ,
চাঁনপুর, সদর, কুমিল্লা।