পথের পাশে লতানো গাছে ফুটেছে যে ফুল,
হাওয়ায় নাচে সকাল-সাঝেঁ নীলকণ্ঠ ফুল।
আকাশের সব রং চুষে নিয়ে হয়েছো গাঢ় নীল,
আমার হৃদয়ের সাথে কী অদ্ভুত তোমার মিল।


তোমার চোখের তারায় খুঁজি যে ফুল,
দিয়েছো যে প্রীতি তার সবিই কি ছিল ভুল?
বর্ষা এলে চারিদিকে খুঁজে ফিরি তোমায়,
কোথা আছো, কেমন আছো, প্রিয় দেখা দাও আমায়।


তোমার মতো অমন করে বাসেনি তো কেহ ভালো,
তুমিই ছড়িয়েছিলে জীবনে আমার নানান রঙ্গের আলো।
প্রচন্ড ভালোবেসেছি বলে হৃদয়ে দিয়েছো ব্যথা,
প্রিয় অপরাজিতা, খুঁজে পাবো আজ তোমায় কোথা?


***********************
রচনাকালঃ ২৪/০৬/২০২০ খ্রি:
বার্ড, কোটবাড়ী, কুমিল্লা।