মাধবী, যদি আমার গৃহে থাকতে তুমি,
বেলা শেষে ব্যাকুল হয়ে তোমার কাছে উড়ে আসতাম আমি।
ক্লান্ত-শ্রান্ত দেহখানা তোমার কাছে সঁপে দিতাম,
তোমার হাতের জাদুর ছোঁয়ায় সজীবতা ফিরে পেতাম।


ভালোবাসার মায়াজালে কাটতো মোদের দিন,
তোমাতে বিমুগ্ধ হয়ে বাজাতাম সদা ভালোবাসার বীণ।
থাকলে তুমি জীবন আমার কখনো হতো না নীরস,
প্রতিটি দিন হতো মোদের ভালোবাসা দিবস!


শ্রদ্ধা ও ভালোবাসায় রাখতে তোমায় কখনো হতো না ভুল,
অটল বিশ্বাস তখন হতো আমাদের মায়ার সংসারের মূল।
ইশ! থাকলে তুমি ধন্য হতো আমার জীবন,
আয়ু শেষে মরণ এলেও তা হতো সুখের মরণ।
******************************
রচনাকাল: ০৫/০৭/২০২২ খ্রিস্টাব্দ,
২১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ,
কোটবাড়ী, কুমিল্লা।