মাধবী, মায়াবী ঐ চোখে তাকিও না আর,
হেরিলে তোমায় প্রেমে পড়ে যাই বারবার।
ঐ চোখের ভাষা পড়ে বুঝতে পারি তোমায়,
প্রিয়, অনন্তকাল ভালবাসিবার দিও আমায়।


তোমার প্রাণোচ্ছল চঞ্চল মনোলোভা হাসি,
দর্শনীয়া বিমুগ্ধ হয়ে তোমায় কত ভালবাসি।
তোমার নূপুর পড়া পা, কাজল কালো চোখ,
দেখিলে হৃদয়ে খুঁজে পাই অন্যরকম সুখ।


স্বর্গীয় কোমলতা এঁটে গোলাপী ঠোঁটে তব মুচকি হাসি,
ভালবেসে তাই প্রতিবার তোমার কাছেই ফিরে আসি।
প্রাণাধিক ভালবাসি তাই তোমার কাছেই শান্তি খুঁজে পাই,
আর কিছু জীবনে পাই বা না পাই এ জীবনে তোমাকে চাই।


**********************************
রচনাকাল: ০৬/১১/২০২০খ্রিস্টাব্দ, রাতঃ ১২:৪৫ হতে ০২:০৭ ঘটিকা
২১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি।
কোটবাড়ী, কুমিল্লা।