তোমায় দেখিলে
মোঃ জাকির হোসেন জয়


তোমায় দেখিলে হৃদয়ে জাগে শিহরণ,
তোমায় দেখিলে বুকে শুরু হয় দুরু-দুরু কম্পন।
তোমায় দেখিলে মনে হয় চিরচেনা সুজন,
আমি খুঁজে পেয়েছি আমার প্রিয়জন।


তোমায় দেখিলে শঙ্কিত মনে,
চেয়ে থাকি তব পানে।
ভাবিতে থাকি- ‘পাব কি মুখোমুখি হতে কখনো তোমার সনে।’
পাবে কি আমার কবিতা শিহরণ জাগাতে তোমার মনে?


তোমায় দেখিলে আবেগের উত্তাল তরঙ্গ,
উপচে পড়ে আমার সারা অঙ্গে।
হৃদয় মাঝে অজস্র শব্দ লুকোচুরি খেলে,
হারিয়ে যায় সৃষ্টির গহ্বরে অতলে।


কি বলে সম্বোধন করিব তোমায়,
কি নামে ডাকিব হায়!
কিছুই যে পড়ে না মনে,
সবকিছু ভুলে যাই শুধু সেই ক্ষণে।
*******
রচনাকাল: ২৩/ ১১/ ২০০১ খ্রি:
খালিশপুর, খুলনা।