হৃদয়ের ক্ষত  সে তো দেখা যায় না প্রিয়,
দেখিলে আঁখি বুঝিতে পারি কতো সুখে আছো তুমিও!
আজ না হোক কাল ভাঙ্গবে তোমার ভুল,
বুঝবে সেদিন জীবনে তোমার ফুটিয়েছিল কে ভালবাসার ফুল।


তুমি হৃদয়ে ভালবাসা খোঁজনি আমার,
খুঁজেছো নিরাপদ আশ্রয় আর সুখের আধার।
হায়! মন দিয়ে এতো কাল যারে বেসেছি ভালো,
সে আজ অন্যের ঘরে জ্বালায় সুখের আলো।


ভালোবেসে বলো আমি করেছি কী অপরাধ?
প্রতিশোধ নিয়ে মিটিয়ে নিয়েছো মনের সাধ।
হৃদয় উজাড় করে ভালবেসে পেয়েছি শত অপবাদ,
তোমায় ভালবাসাটাই কী ছিল আমার ভালবাসার অপরাধ?


***********************
রচনাকালঃ২৭/০৬/২০২০ খ্রি:
বার্ড, কোটবাড়ী, কুমিল্লা।