ভিন গাঁয়ের বন্ধু আমার কোথায় হারিয়ে গেলে,
তোমায় ছাড়া অন্তরে আমার কভু শান্তি নাহি মেলে।
ভুলেই যদি যাবে তুমি, কেন এ জীবনে এসেছিলে?
এতো ভালোবাসার পরেও কেন চলে গেছো আমায় ফেলে?


নিস্তব্ধ নিশিতে জোনাক জ্বলে, ঝিঁঝিঁ ডাকে ঝোপে-ঝাড়ে,
ঘুমহীন চোখে বারবার শুধু তোমায় মনে পড়ে,
আজো প্রতি রাতে নিশাচরের মতো জেগে আমি থাকি,
শুনবে না জেনেও হাক ছেড়ে তোমায় বারে বারে ডাকি।


তোমার সরলতা, মায়া-মমতা, বিমুগ্ধ করে আমায়,
এই মন আজো তোমায় আপন করে পেতে চায়।
আহা! প্রাণটা আমার ছটফট করে দেখতে চায় তোমায়,
ভিন গাঁয়ের বন্ধু আমার ভুলে যেও না আমায়।
******************************


রচনাকালঃ
৪ মে, ২০২৩ খ্রি।
২১ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ
কোটবাড়ী, কুমিল্লা।