আবার যদি
আসতো ফিরে সেই সোনালী দিন
শুধরে নিতাম ভুলগুলো সব
শুধিয়ে দিতাম ঋণ।


আবার যদি
ভার্সিটিতে যেতাম ফিরে আমি
গল্প করতাম ফুসকা খেতাম
সঙ্গে থাকতে তুমি।


আবার যদি
ডাকতো আমায় ভার্সিটির ঐ ঘাস
কাছে পেতাম গল্প করতাম
করতাম বারোমাস।


আবার যদি
মৃত্যুর আগে সুযোগ আমি পাই
হবো আমি তোমার সাথী
ঢাবির ছাত্র তাই।