জন্ম যদি না হতো মা
              তোমার বাংলাদেশে
দেখতাম না মা শোভা তোমার
              আমরা সবাই এসে।


মাগো তোমায় ভালোবেসে
               নজরুল এলো দেশে
আনন্দ আর ভালোবাসায়
               সিক্ত হলো শেষে।


সোনার বাংলা বললো রবি
               তোমায় ভালো বেশে
তোমার রূপে করলো কাব্য
               হাজার হাজার শেষে।


মাগো তোমায় ভালোবাসি
               তোমায় রাশি রাশি
তোমার ক্ষেতের ধানের ফসল
               হাসে হৃদয় হাসি।


ধানের ওপর ঢেউ খেলে যায়
               হিমেল হাওয়া এসে
ধানের ফড়িং লাফ দিয়ে হায়
               আনন্দে যায় ভেসে ।


জীবনানন্দ বললো তোমায়
               তুমি ই রূপের রাণী
মাঠ নদী ক্ষেত শালিক পাখি
               ছিলো তাহার বাণী ।


হাজার কবির বাংলাদেশে
               কবির অভাব নাই
লক্ষ লক্ষ গান কবিতায়
               তাদের খুঁজে পাই।


বায়ন্নোতে রক্ত দিয়ে
               আনলাম কেড়ে ভাষা
একাত্তরে রক্ত দিয়ে
               আনলাম স্বাধীনতা।


ছায়া ঘেরা বন বনানী
               সবুজ বাংলাদেশ
ঝুমুরঝুমুর ঘুঘুর ডাকের
               নাইকো যেথা শেষ।


শ্রাবণ ধারার বর্ষণে মা
               গাছগুলো সব হাসে
বর্ষায় আবার মাছ ধরা সব
               জেলের নৌকা ভাসে।


শতো নদীর স্রোতধারায়
                  বহে সোনার দেশ
গান গেয়ে যায় নৌকার মাঝি
                 কন্ঠে গানের রেশ।


পরিশুদ্ধ জীবন পেলাম
                জ'ন্মে তোমার কোলে
প্রস্ফুটিত করলে মাগো
                তোমার কোলে তুলে।


দুখে মাথায় হাত রাখো মা
                সুখে হাজার হাসি
তুমি আমার নিঃস্বার্থ মা
                তাইতো ভালোবাসি।


তুমি আমার স্বপ্ন মাগো
                  তুমি আমার ধ্যান
তুমি আমার অহংকার মা
                  তুমি ই সম্মান।


শূন্য হৃদয় পূর্ণ ক'রে
                 মাগো  করো ধন্য
তোমার কাছে পাই ফিরে পাই
                  প্রফুল্ল তারুণ্য।