আমার গাঁও-
শিকদার ওয়াহিদুজ্জামান  
সিনিয়র জেলা ও দায়রা জজ
    
ঘরখানা আমার কেড়ে নিলো কে?বলোনা আমায় খুলি
তারঘর আমি ভেঙে টুকরো করবো বানাবো পাথর ধুলি
আমি তো ছিলাম গাঁও গেরামে বাঁশের পাতার ঘরে
হানলো কে আঘাত আমার সে ঘরে চক্ষে যে জল ঝরে।


হালকা বাতাসে ঘরখানা যখন থরথর করে কাঁপতো
ভয়ে জড়সড় ঘরের সকলে বারান্দায় এসে বসতো
অর্ধেক ঘরে থাকতাম সকলে অর্ধেকে থাকতো বোড়ে
বাকীটা ছিলো নড়বড়ে মাঁচা মায়েরই রান্না ঘরে।


ঝড়ঝাপটা আর বৃষ্টি বাদল ঢুকলে ঘরের কোণে
দিশেহারা মা কাঁদতো একাই শণের ঘরের সনে
থেকে থেকে ঘর উঠতো কেপে এই বুঝি যায় ভেঙে
অসহায় মা বুঝতো না কিছু কাঁপতো সারা অঙ্গে।


কোথায় সে ঘর কেড়ে নিলো কে বলোনা গাঁ-এর কবি
না দিলে উত্তর বলবো না কথা আঁকবোনা গাঁ-এর ছবি
কোথায় গেলো মহিষের গাড়ি কোথায় গরুর গোয়াল
কোথায় গাঁ-এর গরুর বাথান কোথায় লাঙল জোঁয়াল।


কোথায় বিলের শোল মাগুর আর শিং পুটি কৈ মাছ
কেনো তারা আজ বিলিন হয়ে গেলো বলোনা কবি আজ
ধানের ক্ষেতের আইল চ'লে যেতো ক্ষেতের ভিতর দিয়ে
গ্রামের কৃষক ছুটে যেত সব লাঙ্গল জোয়াল নিয়ে।


চিল শালিক আর মাছরাঙা মাছ অনেক অভিমান ক'রে
ছেড়ে গেছে হায় আকাশ সীমানা ছেড়ে গেছে বহু দূরে।
জোনাকীরা আজ জ্বালে না আলো কষ্ট তাদের বুকে
মনের দুঃখে ছেড়ে গেছে বন বুকের কষ্ট চেপে।


পাতা কুড়ানি বুড়ী আসেনা আর মর্মর আওয়াজ শুনে
ঘুঘু পাখি আজ কেঁদে যায় ফিরে গভীর বেদনা মনে
আমার সে গাঁও ফিরিয়ে দাও কবি যদিবা দেখে থাকো
আমার স্বপ্নের গাঁওখানা তুমি হৃদয়ে গেথেই না রাখো।


এমন আঘাত করলো কে কবি আমার সোনার গাঁ-এ
সোনা পুড়ে ছাই তামা ও-যে হয় দেখে যাও নাও বেয়ে
ফিরিয়ে দাও কবি আমার সে ঘর সোনার সে গাঁওখানি
আরনা হলে ফিরবো না আমি ছেড়ে যাব গ্রামখানি।


আমি তো খেতাম শাক সবজি আর ছোটো পুঁটিমাছ ধ'রে
আমার আহারে কে ভাগ বসালো ব'লে যাও কবি আজ ধীরে
এমন গাঁ-এ জন্ম নিয়ে আমার গর্বে যায় বুক ভ'রে
বারংবার ফিরে মন যেতে চায় সোনার গাঁ-এ ওরে।


যেথায় আজকে থাকো না কবি আমার গাঁ-এর ছবি
একখানা রেখো বুকেতে তোমার হৃদয়ে একখানা কবি
আমার গাঁ-এর সরু রাস্তা আর সোনার ফসল গুলি
রক্তিম আভায় সূর্য ডুবাতো সান্ধ্য প্রদীপ জ্বালি।


ফিরিয়ে দাও কবি ফিরিয়ে দাও তুমি আমার সে গাঁওখানি
যে গাঁও ছিলো সোনা দিয়ে মোড়া খাঁটি যে সোনার. খনি
আমার সে গাঁও ছবির মতোন মায়ের মমতা মাখা
কোথাও পাবেনা এমন গাঁও খুঁজে সুলতানের ছবি আকাঁ।


প্রকাশস্থানঃ
বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ ।