একটুখানি জীবন আমার
কিসের অহঙ্কার?
সকালবেলার স্বর্ণ রাতে
হয়যে তামার তার।


জোড়াতালির জীবন আমার
এই আছে কি নেই
অহঙ্কারের হৃদয় আমার
হারিয়ে ফ্যালে খেই।


ভোরবেলা খবরের কাগজ
ক্রেতার কাছে কয়
দশটি টাকা মূল্য আমার
এতো বেশি নয়।


সেই কাগজই বিকেলবেলা
করুণ ভাবে বলে
কেজি দেবে দশ টাকায়
ক্রেতা যদি মেলে।


সকালে যে ছিলো রাজা
বিকেলে হয় প্রজা
বোঝে না রে মানুষ সেটা
বুঝা কি খুব সোজা?


ক্ষনস্থায়ী সকল কিছু
বোঝেনা রে কেউ
বুঝতে পারলে অহঙ্কারের
উঠতোনা আর ঢেউ।