আমাদের গ্রামে ছিলো এক মোস্তো
খাই খাই ভাব করে সদা খেতো গোস্তো।
ছিলোনা তার কাজ কাম শুধুই ঘোরাঘুরি
ফ্রি খাবে সবখানেই ছিলো না তার জুড়ি।


এর কথা ওর কানে ওর কথা এর
দেয়া ছিলো কাম তার ছিলো বেশ ঢের।
একটাই কাম তার লাগালাগি করা
হেসে হয় কুটি কুটি হোলে কাম সারা।


দুই দলে মারামারি হলে ভারী খুশী
মুখটিপে হাসে আর খুশী রাশি রাশি।
মুখে তার বড়ো কথা ছোটো কথা নয়
সাথে আছি তোমাদের করো কেনো ভয়।


মাংস আর ভাত খায় এ দলে যেয়ে
ও দলের বদনামের সারি যায় গেয়ে।
পান খেয়ে লাল করে ঠোঁট খানা ভারী
লাল রং এ ভেজে তার মুখ ভরা দাড়ি।


বলে সে দেখে নেবে যতো বাড়াবাড়ি
ও দলের লোকেদের নাহি ছাড়াছাড়ি।
হারাবে সে মামলাতে যাবে আদালতে
সব কিছু করবে সে আছে সাথে সাথে।


এখন তার তাড়া ভারী কাজ আছে বেশ
খাওয়া দাওয়ার পরে যে কাটে নাই রেশ।
এবার সে হাজির হলো ও দলের বাড়ি
বলে দাও কি আছে দাও তাড়াতাড়ি।


পেট যেনো নয় তার ধানের-ই গোলা
ঢুকাবে ভিতরে সব করবে না হেলা।
মাছ দাও মাংস দাও যতো খুশী পারো
আরো দাও পায়েস আর ফিরনি পোলাও।


এবারে শুরু হলো ও দলের কিস্সা
ঢেলে দিলো রস তার যতো তার ইচ্ছা।
তোমাদের ভয় নাই আছি আমি সাথে
হেরে গিয়ে মামলাতে যাবে ফুটপাতে।


থাকলে সাথে আমি ও দলের লোক
পাবে নাকো খুঁজে পথ পালানোর সুযোগ।
এমন শিক্ষা দেবো ওদের কাঁদবে সবাই
কাজ আছে ঢের আমার এখন তবে যাই।


মোস্তোকে এলাকায় সব লোকে চেনে
খাই খাই রব তার সকলে তা জানে।
বাঁশ দিয়ে খায় সে বাঁশ নাহি খায়
এভাবে মোস্তোর দিন চলে যায়।


সব লোকে কয় তারে দালালী আর কতো
থামো এবার থামো তুমি জনমের মতো।
আমাদের সমাজে মোস্তোর মতো
পাবে খুঁজে বহু লোক পাবে শতো শতো।


শান্তি পেতে হলে দূর দূর ছাই
ক'রে দাও তাড়িয়ে দিও না গো ঠাঁই।
এ সকল মোস্তোরা যদি সুযোগ পায়
করেনাকো হেলাফেলা লুটেপুটে খায়।