একদিন মাগো যেতে হবে
এই পৃথিবী ছেড়ে
সেদিন তোমার বুক থেকে মা
নেবে আমায় কেড়ে।


হারিয়ে যাবো তোমার থেকে
যাবো অনেক দূরে
ভাবলে সেটা মনে আমার
কষ্টে আগুন ধরে।


যেদিন আমায় খুজবে তুমি
আকাশ পানে চেয়ে
পলকে মা হারিয়ে যাবো
পাখির পালক হয়ে।


আমার কথা ভেবে ভেবে
কষ্ট যখন হবে
তখন আমার হৃদয় শুধু
তোমার কথা ই কবে।


হয়তো হঠাৎ ভাঙবে কভু
নিশুত্ রাতের ঘুম
পড়বে মনে কেমনে চুমে
পাড়িয়ে দিতেম ঘুম।


ঘুম হারালে গভীর রাতে
জাগবে হঠাৎ করে
ঝরা পাতার গন্ধে তখন
হৃদয় যাবে ভরে।


ভাববে শুধু আমার কথা
কেমন ছিলো বাবা
হাজার বছর কাঁদলেও মা
আর না ফিরে পাবা।


তখন আমি অনেক দূরে
থাকবো তোমার থেকে
থাকিও যদি দূরে মাগো
রাখবো ধরে বুকে।


গাইবে যখন গানটি আমার
প্রিয় তুমি জানতে
শতো কষ্ট হলেও মাগো
গানটি তুমি গাইতে।


যেদিন তোমার বাগান ভরে
হাসবে সুখের ফুল
সেদিন আমি থাকবো না মা
থাকবে নদীর কুল।


তোমার সুখের দিনগুলোতে
থাকবে নানান জন
থাকবে না এ বাবা শুধু
থাকবে তাহার মন।


মাখবে যবে শিউলি জবা
শাপলা ফুলের সৌরভ
বাবা ছাড়া সেদিন মাগো
থাকবে না যে গৌরব।


ঝড় বৃষ্টি হয়তো কভু
মুছবে হাসির রেখা
আবার তুমি হাসবে মাগো
সূর্য দেবে দেখা।


চলার পথে আধার কভু
দেখা দিতে পারে
তবু্ও আধার বাঁধা নারে
রুধতে যে তা পারে।


যতোই আঁধার আসুক না মা
থাকবো তোমার পাশে
ঘুচিয়ে দেবো আধার যতো
রইবো সুখের আশে।


এগুলো মা কাব্য কথা
তবুও রেখো মনে
করিও স্মরণ বাবার কথা
করিও ক্ষণে ক্ষণে।


হৃদয়ে মম হাজার ব্যথা
কেমন করে কই
মাকে ছেড়ে আধার যেথা
কেমনে সেথা রই।


মা যে আমার চোখের মণি
রেখো সুখে তারে
তার সুখেতে চোখে যেনো
অশ্রু আমার ঝরে।


মুখ খানিতে হাসির রেখা
ফুটিও ফুলের মতো
ছড়িয়ে দিও সৌরভ তার
গোলাপ ফুলের যতো।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


রচনাকাল-
সময়-১৩.৫৩মিঃ
তারিখ-২২-০৬-২০২০ ইং


বিঃদ্রঃ=আমার দু'মেয়েকে
উৎসর্গকৃত কবিতা