আমি নাকি খুনী!
সবাই আমাকে খুনী বলে
খুনী আমি সকল তরুণ যুবকের কাছে
প্রতিক্ষণে আমি নাকি খুন করি হাজার হাজার তরুণ যুবককে
ছুরি নেই চাকু নেই অস্ত্র নেই হাতে
তবুও নাকি তরুণ যুবক খুন হয় আমারই দু'হাতে
কেমনে বুঝাই বলো আমি নই খুনী
লোকে বলে আমি নাকি সমাজের মস্ত বড়ো খুনী
আমার তো অস্ত্র নেই কিছু ই নেই আমার
আমি তো কাউকে হত্যা করিনি
তাহলে আমি খুনী হই কি করে?
আমার চোখ নাক আঙুল নখ ভ্রু আমার চাহনি দ্বারা
আমি নাকি নিত্যই খুন করে চ'লেছি
পরাস্ত ক'রে চ'লেছি
পাড়ার সব তরুণ আর সব যুবককে
আমি নাকি কাঁপুনি ধরাই সব তরুণ যুবকের বুকে
ঘুম কেড়ে নেই সকলের চোখ থেকে
আমার চোখে চোখ রেখে খুন হয় যুবক
আমার নিতম্বের সুডৌলতায় খুন হয় তরুণ
আমার উন্নত বক্ষের নৃত্যে খুন হয় সকলে
এভাবেই যদি তরুণ যুবকের বুক তীর বিদ্ধ হয়
তাহলে তো আমি খুনী ই বটে!