বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ
বাংলা ছাড়া মনটা আমার
করে যে আনছান।


বাংলায় আমি কথা বলি
বাংলায় গান গাই
বাংলায় আমি পথ চিনে
তাই নীলার বাড়ি যাই।


বাংলায় আমি হাসি খেলি
বাংলায় আমি ভাসি
বাংলার সাথে মিলেমিশে
থাকতে ভালো বাসি।


বাংলায় আমি সুর তুলি আর
বাংলায় ধরি তান
বাংলা আমার মন কেড়ে নেয়
বাংলার কলতান।


বাংলার নদী বাংলার জল
বাংলাতে কয় কথা
বাংলার পাখি বাংলায় গেয়ে
দূর করে সব ব্যথা।


বাংলার সবুজ শস্য কণা
বাংলায় কথা বলে
বাংলার শ্রমিক কৃষক ভাইয়ে
বাংলা কে জান বলে।


বাংলায় আমি পড়ি লেখি
বাংলাতে সব বই
বাংলা ছাড়া মনের কথা
কেমনে বলি সই।


বাংলা ভাষার অগ্রযাত্রা
রুখার কেহ নাই
রুখতে গেলে দেখবে শেষে
মুন্ডু ঘাড়ে নাই।


কথ্য ভাষা লেখ্য ভাষা
বাংলা মোদের সব
বাংলা ভাষা মোদের ভাষা
বাংলা ই গৌরব।


সারা বিশ্বের ছাব্বিশ কোটি
বাংলায় কথা বলে
বাংলার নদী বাংলার খাল
বাংলার স্রোতে চলে।


উপমহাদেশ বাংলাদেশের
বাংলা ভাষার কবি
তারা যে সব বাংলা ভাষার
অফুরন্ত ছবি।


বাংলা ভাষার সকল কবি
বাংলায় করি কাব্য
বাংলায় ছাড়া অন্য ভাষায়
করলে কিন্তু ভাব্য।


বাংলা ভাষা হৃদ্ধ ভাষা
ঐতিহ্যের ই ধারক
লড়াই করে আনলাম শেষে
রক্তে রাঙা স্মারক।


সারা বিশ্বের বাঙালি সব
বাংলা ভাষার সৈনিক
রক্ষা করতে ঐতিহ্য তার
পাহারা দেবো দৈনিক।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকাল
সময়ঃ০২-৪৫ মিঃ
তারিখঃ১১-০৭-২০২০ ইংরেজি