ওরে বেইমান ওরে বিশ্বাসঘাতক ওরে মীরজাফরের দল
তোদের কথা কান পেতে শুনি আমি এখনো
স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার ডাককে বিতর্কিত করছিস
নির্লজ্জভাবে এখনো তোরা ওরে বেহায়ার দল
লজ্জা শরম ঘৃণা ব'লে নেই কি তোদের কিছু?


সারাজীবন যুদ্ধ সংগ্রামে লিপ্ত থেকেছি জেল খেটেছি আমি
প্রিয় দেশের জন্য জনগণের জন্য স্বাধীনতার জন্য
জীবনের সবকিছু ত্যাগ করেছি আমার প্রিয় জন্মভূমির জন্য
ভুলে ছিলাম স্ত্রী সন্তান এমনকি আমার প্রিয় রাসেলকেও
ঘুরে বেড়িয়েছি বাংলার আনাচে কানাচে পথে প্রান্তরে  
চেয়েছি স্বাধীন বাংলাদেশ চেয়েছি মুক্ত করতে এদেশের
মানুষকে
চেয়েছি জনতার মুখে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে
একটা গোলাপের কুড়িকে লালন করেছি সারাজীবন একক
নিষ্ঠার সাথে


নির্বাচনে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন
কিন্তু ম্লান করে দিলো সামরিক জান্তা বাঙালীর সেই অর্জনকে
ইয়াহিয়ার সদম্ভ ষড়যন্ত্রকে নস্যাৎ করেছে আমার দেশ
জাল বিস্তার করতে দেয়নি আমার দেশের জনগন
ক্ষুব্ধ জনতার উত্তাল ঢেউয়ে ভেসে গেলো ইয়াহিয়ার সামরিক
বাহিনী
এরপর সব পথ রুদ্ধ হয়ে গেলো আমাদের একেবারেই রুদ্ধ
হয়ে গেলো  
স্বাধীনতার ঘোষণা ছাড়া বিপন্ন বাঙালীর জীবন


সারাদিন সারারাত নেতাকর্মী সমর্থকদের চাপ
জানতে চায় তারা কি হবে আগামীকাল
তবুও বলিনি কিছুই তাদের আমি
শুধুই থেকেছি চুপচাপ নির্বাক তাকিয়ে
জানতে চায় তারা জানতে চায় জাতি জানতে চায়
কি বলবো সাতই মার্চ একাত্তরে জাতির কাছে
কাউকে কিছুই বলিনি আমি সেদিন মুখ ফুটে
নীরব নিস্তব্ধতার ঘোর অন্ধকার দাপিয়ে খেলা করেছে আমার
সারা ঘরে


ভেবেছি শুধু একাই আমি দেশ জাতি ও জনগণের জন্য
স্বাধীনতা যুদ্ধের ডাক পৌঁছে দেবার জন্য
নির্ঘুম রাত কাটলো প্রায়
সকাল থেকে নেতা কর্মীদের ভিড়
বত্রিশ নম্বর যেনো এক বিশাল জনসমুদ্র
শুনতে চায় তারা কি বলবো আমি আজ ভাষণে আমার দেশবাসী
ও নেতা কর্মীদের জন্য


মুখ খুলিনি কারোর কাছে বলিনি কিছুই সেদিন থেকেছি চুপচাপ
আমি আমার মতো করে শুধুই আমার মতো ক'রে
নীরবতার দেয়াল ভেঙে বরফ গলিয়ে রেনুকে ব'লে
সোহরাওয়ার্দী উদ্যানে যাত্রা
রেনু বললো কারোর কথা শুনবে না তুমি
যা মনে আসবে তোমার যা ভালো মনে করবে তুমি ঠিক তাই
ঠিক তাই বলবে তুমি ময়দানে জনতাকে
এরচেয়ে বেশি কিছুই বলার দরকার নেই তোমার


চললাম আমি চললাম জাতিকে বার্তা দেবার জন্য
বিশাল উদ্যানে লাখো লাখো প্রাণ লাখো লাখো মানুষ
ঠাঁই নাই ঠাঁই নাই আর তিল ধারণের নাই কোনো ঠাঁই জনতার
ময়দানে
পুরো বাঙালী জাতি আর তার প্রতিনিধিরা আজ সশস্ত্র সংগ্রামের
জন্য প্রস্তুত
লাখো লাখো মানুষের হাতে বাঁশের লাঠি
চিৎকার স্লোগান আকাশ জুড়ে প্রকম্পিত হলো


মঞ্চে উপবিষ্ট আমি তোমাদের সামনে সোহরাওয়ার্দী উদ্যানে
লাখো লাখো মানুষের মুহুর্মুহু করতালি আর স্লোগানে মুখরিত
মাঠ
ভাইয়েরা আমার ব'লে বক্তৃতা শুরু করতেই ফেটে পড়লো
জনতার মুহুর্মুহু করতালি
আনন্দ উচ্ছ্বাসে উদ্বেলিত সবাই দীর্ঘ প্রতীক্ষার হবে অবসান
আঠারো মিনিটের বক্তৃতায় গোটা জাতি হলো ঐক্যবদ্ধ


দৃপ্ত পদচ্ছাপ রেখে গেলো জনতা মাঠে আর ময়দানে
দেশমাতৃকার অকুতোভয় সেনাদের সামনে দৃঢ় সংকল্পে
ঘোষণা করলাম--
"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম "


এরপর ও স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক আমার প্রিয় দেশে
দিতে বাকী আর কি ছিলো বলো প্রিয় জন্মভূমি প্রিয় দেশ
আমার প্রিয় জনগন আমার
শুধু একবার বলো আমাকে শুধু একবার


বলো প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশ আমার
আজও শুনতে পাই কেনো আমি স্বাধীনতার ঘোষণা নিয়ে
তুমুল বিতর্ক
এ-তো নিছক জল ঘোলা করা অর্থহীন পাগলের প্রলাপ
পাকিস্তানের ইয়াহিয়ার দোসররা আজও করে যায় স্বাধীনতা
ঘোষণর আলাপ
লজ্জা ছিঃ লজ্জা!