উপযুক্ত মজুরি আর আটঘন্টা কাজ
এই দাবীতে শ্রমিকরা দিলো শেষে ডাক।
হে মার্কেটের শ্রমিকরা পড়লো মাঠে নেমে
দমাতে গিয়ে পুলিশ আহা গেলো সবাই ঘেমে।


নির্বিচারে এগারো জন মারলো ছুড়ে গুলি
আহত ও গ্রেফতার হলো আরো ভুরি ভুরি।
প্রহসনের বিচার শেষে দিলো ফাঁসির রায়
দিলো ফাঁসি ছয়জনের কাঁদলো জগৎ ময়।


বিক্ষোভ আর আন্দোলনে পড়লো ফেটে বিশ্ব
অবশেষে মানলো দাবি মালিক হলো নিঃস্ব।
ন্যায্য পাওনা ন্যায্য অধিকার পেয়ে শ্রমিক খুশী
হাসলো মানুষ হাসলো শ্রমিক হাসলো বিশ্ববাসী।


আঠারো শো ছিয়াশি সালে শিকাগো এক শহরে
জয় ছিনিয়ে আনলো শ্রমিক আনলো আপন ঘরে।
আঠারোশো উননব্বই সালের চৌদ্দ জুলাই এসে
ঘোষণা করলো পহেলা মে শ্রমিক দিবস শেষে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস সেই থেকে হয় শুরু
পালিয়ে গেলো অত্যাচারী চোখ দেখি তার ভীরু।
আজও আমরা দু'বেলা ভাত পাইনা খেতে দিনে
সংসার খরচ বাজার খরচ নিত্য ডুবি ঋণে।


সকাল সন্ধ্যা কাজ করাবে কাজের তো নাই শেষ
সময়মতো পাইনা বেতন এই তো আছি বেশ।
শ্রম দিয়ে কাজ করে খাই ফ্রিতো কিছুই চাই না
তবুও আমার মজুরি কেনো সময়মতো পাইনা? 

শ্রম দেবো ঘাম ঝরাবো বেতন যেনো পাই
চাই না ভিক্ষা তোমার কাছে শ্রমের মূল্য চাই।
মালিক তো নয় রক্তচোষক চুষবে সবার রক্ত
চুষতে চুষতে শ্রমিকদেরই কঙ্কাল হবে শক্ত।


সাবধান হও সময়মতো এমন মালিক কেউ
পারবে না কেউ বাঁচতে আহা উঠবে রক্তের ঢেউ।
পারবে না কেউ সামাল দিতে শ্রমিক মারা চশমখোর
আসবে সময় সামনে এমন খুলবে চোখের আপনডোর।


আমরা সবাই কামার কুমার কল কারখানার কুলি
আমরা মাঠের কৃষক আহা দেশকে কেমনে ভুলি?
আমরা আছি দেশের কাজে দেশকে গড়তে চাই
আমরা ছাড়া বিকল্প কেউ আর যে কেহ নাই।


কারখানা তে কাজ করি আর বোটকা গন্ধের ঘামে
ভিজে শরীর যায় ভিজে যায় তবুও থাকি চামে।
তোমার বাড়ির ইট পাথরে লেখা আমার নাম
দিতে হবে মূল্য আমার দিতে হবে দাম।


মাথার ওপর ঘোরে না ফ্যান ঘামের জলে সাবাড়
দেখার কেহ নাই আমাদের ক্ষুধায় মরি আবার।
ভাবছো তুমি এমনি করে যাবে তোমার দিন
দিনে দিনে বাড়ছে দেনা শুধতে হবে ঋণ।


সাবধান হও রক্তচোষক হাড় মাংস আর কতো
খাবে বসে কঙ্কাল গুলো চুষবে অবিরত।
জেগে ওঠো সকল শ্রমিক সময় তোমার শেষ
নইলে আরও বঞ্চিত হবে মালিক খাবে বেশ।


অধিকার আর ন্যায্য পাওনা এটাই মোদের দাবী
বাঁধা বিঘ্ন আসলে কভু সামাল দেবো সবি।
জাগো সকল শ্রমিক জনতা জাগো সকল কুলি  
অত্যাচারীর হস্তরেখা এবার দেবো তুলি।


আমার ভাইয়ের রক্ত রাঙ্গা লাল পতাকার শির
রাখবো আমরা জীবন দিয়ে রাখবো সকল বীর।