একদিন প্রগাঢ় অন্ধকার গুহার ভেতর থেকে
বের হয়ে এসেছিলাম এ পৃথিবীর পরে
হঠাৎ গগনবিদারী চিৎকারে ফেটে পড়েছিলো আকাশ
দম বন্ধ হয়ে যাচ্ছিলো দায়িত্বরত প্রায় সকলের
তারপর কেটে গেছে শতাব্দীর পর শতাব্দী জীবনে আমার
আলোর ঝলকানিতে হেসেছি খেলেছি ভেসেছি অনেক কাল
আলোকিত উজ্জীবিত ছিলো আমার স্বর্নালী ভূবন মহাকাল
তারপর আস্তে ধীরে নিভে যেতে থাকলো নিঝুম দ্বীপের আলো
সর্বাঙ্গে বিষধর সাপের দংশনের মতো ব্যথা
কালশিটে রং ধারণ করেছে দেহ
অন্ধকার চেপে ধরেছে আজ টুটি
চারপাশে অসহায় আত্মসমর্পণের আর্তনাদ শুনি
অবশ হয়েছে শরীর আর দেহের সব খুঁটি
নাক কান চোখ গলা আজ অকেজো হ'য়ে গেছে সব
নিথর নিস্তব্ধ হ'য়ে কাঁদে আজ শরীর
লাঠি হাতে নির্ভার হতে চাই বারবার
তবুও ফিরে যাচ্ছি আবার সেই গুহার ভেতর
চেয়ে দেখি চারপাশে অসহায় আর্তনাদ আর
শুধুই অন্ধকার