আমি আর থাকবো না তোমাদের সাথে
চলে যাবো দূরে আমি দূর থেকে রথে
মান নাই মানুষের জান নাই যেখানে
থাকবো না পৃথিবীর পরে আর সেখানে।


চলে যাবো ঠিকইআমি তোমাদের ছেড়ে
চলে যাবো একেবারে দ্বীপ-দ্বীপান্তরে
চলে যাবো সত্যিই আমি অনেক দূরে
একেবারে অবিকল মনুষ্য কুল ছেড়ে।


তোমাদের সাথে আর থাকবো না আমি
ছেড়ে যাবো তোমাদের মাটি আর ভূমি
ইচ্ছে টা মরে গেছে থাকবো না আমি
তোমরাই রয়ে যাও ধন্য হও তুমি।


অনাচার অবিচারে কষ্টেরা ঘোরে 
বিষন্ন হৃদয় আজ কেঁদে কেঁদে মরে
কি করে রবো আজ এসবের মাঝে?
মরে যাই আমি তাই শরম আর লাজে।


চারিদিকে গালাগালি হানাহানি সব
এগুলোর মাঝে আছে দুঃখ বিলাপ 
অধিকার হারা মানুষ কাঁদে চারিধার
চেয়ে দেখে নদী পাখি সাগর অপার। 


নদী খায় জমি খায় বিধবার বাড়ি
বাকী পেলে তা-ও খায় নাই ছাড়াছাড়ি
জলহস্তীর মতো তার মেদ আর ভুড়ি
বাকী সব খেয়ে নেবে মেরে এক তুড়ি।


টাকা চাই টাকা চাই করে খাই খাই
টাকা ছাড়া কাজ নাই যেথা যাও তাই
ফাইলগুলো পড়ে থাকে ময়লার টেবিলে
টাকা ছাড়া কাজ নাই কেউ কি বুঝিলে?


না না আর না থাকবো না এখানে
চলে যাবো আমি তাই মানুষ নাই যেখানে
যেখানে থাকবে না অনাচার অবিচার
যাবো সেইপথে আমি দ্বীপ আর দ্বীপান্তর।


আমাদের সাথে সব সমুদ্রের পাখিগন
হাউড়ে গলা ছেড়ে আমোদে গাবে গান
ঢোল আর তবলায় তাল দেবে সখিগন
আনন্দ আর হিল্লোলে লিখবেই কবিগণ।