তুমি আসবে ব'লে
মাটির হাঁড়ি মাটির চুল্লী মাটির বাসন কোসন
মাটির থালাবাটি মাটির ছোট্ট কুঁড়ে ঘর
প্রকৃতির অপার দানে প্রাপ্ত একরুম বিশিষ্ট এসি
সবই প্রস্তুত করে রেখেছিলাম আমি
শুধু তুমি আসবে ব'লে
আসবে ব'লে শুধু তুমি
কিন্তু 'নদীর জলের মতো' বিড়ালের নরম পায়ে
হেঁটে চ'লে গেলে তুমি
আমাকে একা ফেলে
পেছন ফিরে একবারও চোখ মেলে তাকালে না
অভিমান্যের দিকে
অভিযোগ অভিযোগ আর অপরাধের নিক্তিতে ঝুলিয়ে
কেটে পড়লে তুমি
স্বীয় গন্তব্যে একান্তই স্বীয় স্বার্থে
তোমার ঘর থালাবাটি বাসনকোসন
আজও কেঁদে যায় বারবার কেঁদে যায়
এখনো তোমার জন্যে
জানি তুমি আসবে না জীবনে আর কখনো
সাজানো সেই তোমারই কুঁড়ে ঘরে
একমাত্র তোমারই কুঁড়েঘরে
তোমারই কুঁড়েঘর আজ তাই বারবার কেঁদে মরে