আসিনিতো পৃথিবীতে নিজ থেকে আমি
কি কারণে এলাম ভবে জানে অন্তর্যামী
এমনি করে কিছুকাল থাকবো সবার সাথে
প্রভু আমার চাইলে কেহ বাঁধ সাধবেনা তাতে।


কাটলো আমার কিছুকাল এ সংসারের মাঝে
এলাম বুঝি সকাল বেলা দেখি এখন সাঁজে
বুঝার আগেই ডুবছে রবি একি প্রভুর খেলা
চেয়েছিলাম থাকতে ভবে আরও একটু বেলা।


চাইলে কি আর হয়
যা লিখেছে প্রভু আমার মেনে নিতেই হয়
দেখতে দেখতে চোখের আলো ঝাপসা হয়ে গেলো
এই মনে হয় সুন্দরবনের বাঘে আমায় খেলো।


চেয়েছিলাম আরো একটু থাকবো ভূবন মাঝে
নয়ন ভরে দেখবো সবই সকাল সন্ধ্যা সাঁজে
দেখতে দেখতে সকাল হলো গভীর রাত্রিবেলা
আফসোসে হায় বুক ফেটে যায় সাঙ্গ হলো খেলা।