পাইনি তোমায় কি হয়েছে?এখনো বাসি ভালো
তুমি আমার চোখের মনি তুমিই চোখের আলো।
তোমার চোখের পাতায় আমি আছি সারাক্ষণ
দিবানিশি তোমায় আমি করছি নিরীক্ষণ।


গভীর রাতের দুঃখের সাথে কেঁদে ভাসাই বুক
এরি মাঝেই খুঁজে ফিরি তোমার আমার সুখ।
পাখি হয়ে বসেছিলাম তোমার গাছের ডালে
গেয়েছিলাম গানযে আমি সুরের তালে তালে।


গানের শেষে উড়াল দিলাম আমি গানের পাখি
রেখে গেলাম বলে গেলাম ভিজিয়ে গেলাম আঁখি।
তোমার ডালের শাখা হতে উড়াল দিলাম যখন
একটা পালক পড়লো ঝরে কাঁদলে তুমি তখন।


মনের বনে গভীর রাতে চুম দিয়ে যাই ফিরে
কল্পনাতে স্বপন ঘোরে থাকো আমায় ঘিরে।
পাইনি তোমায় তাইতো আজো ওঠে কান্নার রোল
কুল পেলাম না ঠাঁই পেলাম না ওঠে ঢেউয়ের দোল।


সুপ্রিয়া তুমি!
যেথায় থাকো ভালো থাকো ওগো আমার নীলা
তোমায় আমি ভুলবো নাকো সঙ্গে আছো ছিলা।
প্রেম সাগরে ডুবেছিলো যতো প্রেমিক বীর
পায়নি সবাই কুল কিনারা অতল জলধির।