পাটিগণিত বীজগণিত ও জ্যামিতির
পৌনপুনিক হিসেবের প্রখর-রোদ্দুর
গায়ে মেখে
মহাসমারোহে কাটিয়ে দিলাম পৃথিবীর এ জীবন আমার
রঙিন পোশাকে রঙিন পৃথিবীতে দেখলাম
কতো রং মিশ্রিত আম জাম লিচু আর কাঁঠাল
দেখলাম বুক ফুলিয়ে চলা অবোধ শিশুর মুখে
বিড়ি ফোকানো ধোঁয়ার দুর্গন্ধ
দেখলাম তামাটে রং তার জোড়া ওষ্ঠে
দেখলাম লাঠি হাতে রাজপথে সাহায্য প্রার্থী বৃদ্ধার অসহায় পথচলা
দেখলাম কতো পথকলির জীবনের গলিপথ থেকে অকালে ঝ'রে যাওয়া
শুনলাম কলমীর ডগায় ব'সে ঘাস ফড়িং এর মহাসুখে খাদ্য সংগ্রহের গান
দেখতে দেখতে এভাবেই ফুরিয়ে গ্যালো
আমার জীবনের মহা কলতান
আমি শুয়ে আছি বিছানার পরে
শুধু দিন ক্ষণকাল গুনবার তরে
আসে যায় সুধীজন আত্মীয়স্বজন শুভাকাঙ্খী আমার ধারে
কাটায় কিছুক্ষণ কথা বলে হাত ধরে শান্তনার বাণী শোনায় মেলা
আমি তো বুঝি গুণিত জীবনের সাইরেন বেজে গ্যাছে
সাঙ্গ হ'য়ে গ্যাছে জীবনের সকল হোলিখেলা
'কুয়াশার বুকে একদিন শুয়ে রবো আমি এ বাংলার করুণ ডাঙায়'
ছেড়ে চলে যাবো এ বাংলা কে পিছু ফেলে
জীবনের শেষ ঠিকানায়
রবে শুধু পড়ে রবে জীবনের অনাকাঙ্খিত একমাত্র দীর্ঘশ্বাস আমার