দিন রাত্রির দ্রুত গতির খেলায় মেতে উঠেছে
সব নদী আর সাগর
ঢেউয়ের সাথে কথা ব'লে চ'লে যায় তারা আজ
চ'লে যায় অনেক অনেক দূরে
চ'লে যায় তারা সব দিনান্তের খোঁজে
দিবা-রাত্রির এই-যে দূরন্ত গতির খেলা
কে তার কতটুকু বোঝে!


কবুতরের বাক-বাকুম শব্দের মত
ঠিক বেঁলেহাসের কলতানের মত একদিন মুখরিত ছিলো এ জীবন
জীবন সায়াহে দাঁড়িয়ে আমি আজ দেখি একাকীত্বের মহাসম্মিলন


কত পথ কত নদ কত সাগর
পাড়ি দিলাম কতজনের সাথে
আজ দেখি তারা সব চ'লে গেছে ফেলে গেছে একলা আমাকে
ব্যথার পাথর আজ চেপে আছে বুকে


তবুও দুঃখ নেই কষ্ট নেই এতটুকু আমার
শুধু বেদনা এখানেই যে গোধূলির আকাশে আজ
আমি শুধু একা
বড়ো একা আমি আজ
এই গোধূলির আকাশে আজ পাইনা কো তারকার দেখা
সকল ঝড়-ঝঞ্ঝা কোলাহল নদীর কলতান
আজ নিরব নিস্তব্ধ হ'য়ে কেঁদে কেঁদে মরে যায় সব


আর আমি শুধু দেখতে পাই নিমপেচার নিদ্রাহীন চোখ আর
অফুরন্ত অসহায় রাত
একলা হ'য়ে দাঁড়িয়ে আছি আমি আজ জীবন নদীর তীরে
আমি আজ শুধু একলা হ'য়ে


সরে গেলো সবই বুঝি আমার চারপাশ থেকে
আমাকে সাগরতীরে একলা ফেলে
আমাকে নিয়ে গোধুলি আজ
খেলে যায়
একাকীত্বের ইচ্ছের ডানা মেলে