আমি ভালোবাসতে চেয়েছিলাম
মন থেকেই চেয়েছিলাম ভালোবাসতে
আমার প্রিয় দেশ মানুষ নদী নালা খাল বিল
সবই ভালোবাসতে চেয়েছিলাম
জীবনের সবকিছু বিলীন করে দিয়েছিলাম সকলের জন্য
উজাড় করে দিয়েছিলাম সবকিছু আমার
ভালোবাসায় কোনো ঘুন ধরেনি কখনো
ছিলো না ভালোবাসার কোনো ঘাটতি মোটেও
ভালোবাসার প্রতিদান চাইনি কোনো দিন কারো কাছে
নিস্ব রিক্ত হয়ে হতাশার চোখে তাকিয়ে দেখলাম
কেউ নেই আদৌ কেউ নেই আমার পাশে
নিয়তির অমোঘ নিয়মে শূন্য হাতে আমি আজ
বারোজনের সাথে ফুটবল খেলছি
আবার কখনো বা এগারোজনের সাথে
ক্রিকেট খেলছি একাকী
শুধুই একাকী আর কেউ নেই আমার সাথে
নেই কোনো রেফারী নেই কোনো আম্পায়ার খেলার মাঠে
খেলতে গিয়ে বড্ড ক্লান্ত আমি আজ
কালবৈশাখী ঝড়ে সযত্নে গড়ে ওঠা ছনের কুঁড়েঘরখানা
তছনছ হয়ে গেলো একেবারে
আমার ভালোবাসা  ঘুরে তাকালো না আর ফিরে