ভিটে আমার চিটে গুড়ে ভরা
সোনার চামচ পাইনে খেতে
হাত দিয়ে খাই ত্বরা।

আহা কিযে হলো আমার
বুঝতে নাহি পারি
এ যে বিপদ ভারি।

একটু আধটু আশা ছিলো
খাবো খেজুর গুড়
এ যে বহুৎ দূর।

খেজুর গুড়ে পোকা ভারি
খাবো কেমন কোরে
মাথা আমার ঘোরে।

সবাই এখন ব‍্যস্ত ভীষণ
পোকা চিটে গুড়ে
আমি দিশেহারা ওরে।

ঝোলাগুড় আর চিটেগুডের তোড়ে
যাবো কোথায় ওরে
মাথা আমার ঘোরে।